- ব্যক্তিগত আলাপ এক লোক হলে গেছে সিনেমা দেখতে। সামনের সিটে দুই মহিলা এত জোরে গল্প করছিল যে বেচারা কোনো সংলাপই শুনতে পাচ্ছিল না। শেষমেশ না পেরে মহিলা দুজনের দৃষ্টি আকর্ষণ করে বললেন, এই যে, আমি কিছু শুনতে পাচ্ছি না।
‘শোনা উচিতও নয়। আমরা ব্যক্তিগত আলাপ করছি’। মহিলাদের একজন জবাব দিলেন।
- ওই পাড়ে নদীর দুই পাড়ে দাঁড়িয়ে থাকা দুই লোক চিৎকার করে কথা বলছে—
: আমি ওই পাড়ে কী করে আসব?
: গাধার মতো কথা বোলো না। তুমি তো ওই পাড়েই আছো।
- জ্যাম আর জেলি গাড়ির ভিড়ে রাস্তা আটকে যাওয়াকে কী বলে?
: জ্যাম।
: আর রাস্তা পরিষ্কার থাকলে?
: অ্যা…ইয়ে…বোধ হয় জেলি।
- ভাবনা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটি গাড়ি আসতে দেখে এক লোক ভাবছে:
-পাশ কাটিয়ে যাবে। ট্রাম তো নয়।
আর লোকটির দিকে তাকিয়ে গাড়ির চালক ভাবছে:
-সরে যাবে। ল্যাম্পপোস্ট তো নয়!
- হাসপাতাল নেই রাস্তার মোড়ে ‘গাড়ি ধীরে চালান’ লেখা সাইনবোর্ড দেখে গ্রাম থেকে আসা এক লোক আরেকজনকে জিজ্ঞেস করল, ‘আচ্ছা ভাই, কী ব্যাপার বলুন তো? রাস্তার মোড়ে “গাড়ি ধীরে চালান” লেখা সাইনবোর্ড বসানো কেন?’
ওই লোক বলল, ‘ভাই, আমি তো এই শহরে নতুন এসেছি। তবে মনে হচ্ছে, এই সাইনবোর্ডের আশপাশে কোনো হাসপাতাল নেই, … [বাকিটুকু পড়ুন]
- আলপিন আর সেফটিপিন মরুভূমি দিয়ে হেঁটে যাচ্ছে আলপিন আর সেফটিপিন! একসময় সেফটিপিন বলল:
—উফ! কী অসহ্য গরম!
দীর্ঘশ্বাস ফেলে আলপিন বলল:
—তুমি তো তবু চাইলে নিজের বুকের বোতাম খুলে দিতে পারো!
- এয়ারপোর্টে চেক-ইন এয়ারপোর্টে চেক-ইন করার সময় এক যাত্রী বলল, আমার দুটি ব্যাগের একটি পাঠান নিউইয়র্কে, অন্যটি লস অ্যাঞ্জেলেসে।
—তা তো সম্ভব নয়! যাত্রীকে জানানো হলো
—সম্ভব নয় মানে? গতবারই তো আপনারা সেটা করতে পেরেছিলেন!
- খোসার আড়ালে কী আছে এক ভদ্রলোক খোসা না ছাড়িয়েই কলা খাচ্ছে। তাই দেখে আরেক ভদ্রলোক বললেন, সেকি, আপনি দেখি খোসা না ছিলেই কলা খাচ্ছেন!
প্রথম জন জবাব দিলেন, তাতে সমস্যা কী? খোসার আড়ালে কী আছে সে তো আমি জানিই।
- মেল ট্রেন মেল ট্রেনটা ছেড়ে দেওয়ায় এক যুবক হন্তদন্ত হয়ে ফিমেল কম্পার্টমেন্টেটই উঠে পড়ল।
সুন্দরী এক তরুনী সাথে-সাথে চেঁচিয়ে উঠল, এতে উঠলেন যে! জানেন না এটা ফিমেল কম্পার্টমেন্ট?
যুবক বলল, তাতে কী হয়েছে? আপনি তো মেল ট্রেনেই যাচ্ছেন।
- রেলগাড়ীর উন্নতি কমলাপুর ষ্টেশনে পাশাপাশি প্লাটফর্মে একই সময়ে দুটো ট্রেন দাঁড়িয়ে আছে। একটা যাবে ময়নমনসিংহ, অন্যটি সিলেট। সিলেটের এক যাত্রী ভুল করে ময়মনসিংহগামী ট্রেনে উঠে পড়লেন। উঠে দেখলেন উপরের বার্থে একজন শুয়ে আছেন। তাকে বললেন, কোথায় যাবেন, ভাই?
: ময়মনসিংহ।
: বাহ! আমাদের রেলগাড়ীর খুব উন্নত হয়েছে দেখা যায়। একই ট্রেন্, একই ডাব্বা, … [বাকিটুকু পড়ুন]
- কে এই ভদ্রলোক দুধ বহনকারী গাড়িটা অন্যগাড়ির সাথে ধাক্কা লেগে উল্টে গেল। দুধে ভেসে গেল রাস্তা। ভিড় জমে গেল।
ভিড়ের মাঝ থেকে অমায়িক চেহারার এক ভদ্রলোক বেরিয়ে এসে দুধ বহনকারী গাড়ীর ড্রাইভারকে বললেন, এ-জন্য নিশ্চয়ই তোমার মালিক তোমাকে দায়ী করবে। ক্ষতিপূরণ চাইবে।
: জি।
: তুমি তো গরিব। এত টাকা পাবে কোথায়? এক কাজ কর-এই আমি … [বাকিটুকু পড়ুন]
- বাছবিচার মেয়েটিকে দেখে বাসে এক লোক সিট ছেড়ে দাঁড়াল।
: আপনার অনুগ্রহের জন্য ধন্যবাদ।
: ধন্যবাদ দেবার কী আছে এতে? আমি এমন ছেলেদের জানি, যারা শুধুমাত্র সুন্দরী মেয়ে দেখলেই সিট ছেড়ে দাঁড়াই। আমার কাছে কোনো বাছবিচার নেই।
- এখনো অনেক পথ বাকি চেকার টিকেট চাইলেন যাত্রীর কাছে।
যাত্রী : টিকেট ছিল, কিন্তু আমার খোকা পথে সেটাকে চিবিয়ে খেয়ে ফেলেছে।
চেকার : এখনো অনেক পথ বাকি। আবার খিদে পাবে। আরেকটা টিকেট কাটুন।
- বয়স কবে হবে : তুমি জান, ছ’ বছরের বেশি বয়স বলেই পুরো ভাড়া দিতে হয়?
: জানি।
: তা হলে তুমি হাফ ভাড়া দিচ্ছ কেন?
: আমার যে ছ’ বছর হয় নি।
: কবে হবে?
: এই তো বাস থেকে নামলেই।
- হাইজ্যাকারের কবলে প্লেন টেক-অফ করার কিছুক্ষণ পরেই পাইলট নিজের পিঠে রিভলবারের খোঁচা অনুভব করলেন।
: সোজা লন্ডন চল।
: জনাব, আমরা তো লন্ডনেই যাচ্ছি।
: তা জানি, কিন্তু এর আগে দুইবার লন্ডনের টিকেট কেটেও লন্ডন যেতে পারি নি। হাইজ্যাকারের কবলে পড়ে আমাকে একবার আফ্রিকা আরেকবার চীনে যেতে হয়েছে। এবার আমি লন্ডনেই যেতে চাই।
- আজ আমি হারিয়ে গেছি পার্কে একটা ছোট ছেলে পাহারারত দারোয়ানকে গিয়ে বলল, কাল যে ছোট মেয়েটি পার্কে হারিয়ে গিয়ে ভেউভেউ করে কাঁদছিল, আর আপনি তাকে লজেন্স খেতে দিয়েছিলেন, সে আমার বোন। আজ আমি হারিয়ে গেছি।
- বাঁধানো দাঁত ট্রেনে ফার্ষ্ট ক্লাস কামরায় একজন বৃদ্ধা গোশত দিয়ে পরোটা খচ্ছেন আর তাঁর পাশে বসে গালে হাত দিয়ে তা দেখছেন এক বৃদ্ধা। কিছুক্ষণ পর দেখা গেল বৃদ্ধা ভদ্রলোকটি খাচ্ছেন আর বৃদ্ধা তা দেখছেন। পাশে বসা এক তরুণ ব্যাপরটা লক্ষ করল।
: আপনারা দু’জন একসঙ্গে খেলেই তো পারতেন?
: কী করে খাব? বাঁধানো … [বাকিটুকু পড়ুন]
- দৌড়ে বিশ্বচ্যাম্পিয়ন এক ভদ্রলোক ঝরনার পানিতে গোসল করতে গেছেন। সেখানে প্রায়ই কাপড় চুরি হয়। তাই তিনি তার পোশাক খুলে তার উপর একটা কাগজে লিখে রাখলেন, ‘বিশ্বহেভিওয়েট মুষ্টিযোদ্ধা’।
গোসল করে উঠে দেখেন কাপড় নেই। এক টুকরো কাগজ পড়ে আছে। তাতে লেখা -‘এক হাজার মিটার দৌড়ে বিশ্বচ্যাম্পিয়ন’।
- পুরোটাই ফাঁপা বিশালদেহী এক মহিলা রাস্তায় বসানো মেশিনে নিজের ওজন নিচ্ছিলেন। মেশিন খারাপ থাকায় চল্লিশ কেজি পর্যন্ত উঠেই আটকে গেল কাঁটা। এক ভবঘুরে ব্যাপারটা মনোযোগ দিয়ে দেখছিল। খুব অবাক হয়ে সে বলল, এ কী! মহিলা দেখা যায় পুরোটাই ফাঁপা।
- তা হলে আমি আগেই মারা গেছি সেমিনারে ধুমপানের অপকারিতা সম্বন্ধে বক্তৃতা করছেন এক বক্তা।
: একটা সিগারেট মানুষের আয়ু আট দিন কমিয়ে ফেলে।
এক শ্রোতা উঠে দাঁড়িয়ে বলল, আপনার হিসেব ঠিক আছে তো?
: নিশ্চয়ই।
: তা হলে তো আমি আড়াই শ’ বছর আগেই মারা গেছি।
সোমবার, ২৫ এপ্রিল, ২০১১
Mojar Kotha
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন